প্রথম স্বামী থেকে ডির্ভোসের পরই বিয়ে করেছেন দেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সালমা আক্তার। গান, বিয়ে, ডির্ভোস এবং নতুন সংসারে পা রাখা, সব মিলিয়ে নিজে অনেক ভালো দিন কাটাচ্ছে তিনি।
গত ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে।
সানাউল্লাহ নূরে সাগর ঢাকা জর্জ কোর্টের এডভোকেট। বর্তমানে তিনি লন্ডনে আছেন। এদিকে নিজের বর্তমান অবস্থা নিয়ে মঙ্গলবার দুপুরে সালমা তার ফেসুবকে কিছু পোস্ট করেছেন।
এতে তিনি তার নতুন গাড়ির ছবি সহ একটি স্ট্যাটাস দেন।
ফেসুবকে দেয়া স্ট্যাটাসে সালমা লিখেন, ‘আমার ঘরে নতুন সদস্য ভালো লাগছে অনেক বেশি আপনারা সবাই দোয়া করবেন। এই ভাবে যেন সবাই কে নিয়ে ভালো থাকতে পারি। তোমাকে খুব মিস করছি প্রিয় লেখক সাহেব সানাউল্লাহ নূরে সাগর তুমি এখন আমাদের পাশে থাকলে আমরা পরিপূর্ণ হতে পারতাম।’
তিনি বলেন,‘পেশায় এডভোকেট হলেও ও খুব ভালো কবিতা লিখে। কিছু দিন আগে আমার জন্য একটি কবিতা লিখে ছিলো। সেটি পড়ে আমি সত্যি অবাক। আর এরপর থেকেই আমি ওকে লেখক বলে ডাকি।’
স্বামী সাগরকে নিয়ে সালমা আরও বলেন, ‘সংসারজীবনে দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকা দরকার। এই সবকিছুর সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। এসবগুলো সাগরের মাঝে আছে।’
আরএম-০১/১৩/০২ (বিনোদন ডেস্ক)