ভ্যালেন্টাইনস ডে-তে একসঙ্গে শাকিব-বুবলী

ভ্যালেন্টাইনস ডে

ভালোবাসা দিবসে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দুজনকে একসঙ্গে দেখতে পারবেন তাদের দর্শকরা।
তবে সেটি বাস্তবে নয়, পর্দায়।বড় পর্দার এই দুই অভিনেতা ও অভিনেত্রী আজ দেখা যাবে এটিএন বাংলায়।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বেসরকারি চ্যানেলটিতে রাত ১১টায় দেখানো হবে শাকিব-বুবলী অভিনিত ছবি বসগিরি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন টপি খান।

‘বসগিরি’ দিয়েই শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে সুদর্শনী শবনম বুবলীর। ছবিটি বেশ আলোচিত হয়েছে। যদিও বাণিজ্যিকভাবে ততটা সফলতা পায় নি। ২০১৬ সালে ঈদে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেন শামীম আহমেদ রনি।

এই ছবির মাধ্যমেই শাকিব-বুবলীর রসায়ন জমে উঠে।এ পর্যন্ত বুবলী যে কয়টি ছবি করেছেন তার নায়ক শাকিব খান।রোমান্টিক ছবিতে এই দুটি এখন অপ্রতিদ্বন্দ্বী।

আরএম-০৩/১৪/০২ (বিনোদন ডেস্ক)