পাকিস্তানে মুক্তি পাবে না অজয় দেবগাণের টোটাল ধামাল

পুলওয়ামার জঙ্গি হামলার পর বলিউডের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে পাক অভিনেতা ও শিল্পীদের জন্য৷ সোমবারই এই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন৷

তারপর দ্বিতীয় ধাক্কা দিলেন অভিনেতা অজয় দেবগণ৷ তাঁর অভিনীত টোটাল ধামাল ছবিটি মুক্তি পাবে না পাকিস্তানে৷ সোমবারই ছবির নির্মাতারা সাফ জানিয়ে দেন৷

ধামাল ফ্রানচাইজির তৃতীয় ছবি টোটাল ধামাল৷ এই ফ্রানচাইজির দ্বিতীয় ছবি ডাবল ধামাল মুক্তি পায় ২০১১ সালে৷ অজয় দেবগণ এদিন ট্যুইটারে লেখেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তানে ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মাল্টি স্টারার ছবিটি৷ অজয় দেবগণ ছাড়াও রয়েছে রীতেশ দেশমুখ, আর্শাদ ওয়ারসি, জাভেদ জাফরি, বোমান ইরানি, সঞ্জয় মিশ্র, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, এষা গুপ্তা৷

এই ছবির মাধ্যমে বহু বছর পর ডিরেক্টরের আসনে ফিরলেন ইন্দ্র কুমার৷ আগের ছবি দুটির পরিচালনা তিনিই করেছেন৷

পুলওয়ামার হামলার পর শোকস্তব্ধ গোটা দেশ৷ শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সকলে৷ সাধ্যমত আর্থিক সাহায্য করেছেন অনেকে৷ পাশে এসে দাঁড়িয়েছে বলিউডও৷ ৪০টি শহিদ পরিবারকে আর্থিক সাহায্য করেছে টোটাল ধামালের অভিনেতা-অভিনেত্রীরাও৷

তারা ৫০ লক্ষ টাকা দান করেছেন শহিদ পরিবারগুলিকে৷ টোটাল ধামাল পরিবার ছাড়াও অমিতাভ বচ্চন, সলমন খান, উরি টিম, কৈলাস খেরও অর্থ সাহায্য করেছেন৷

এসএইচ-১৮/১৮/১৯ (বিনোদন ডেস্ক)