রিয়াজ-ফেরদৌসকে নিয়ে একি বললেন জিয়াদ

ঢাকাই ছবির দুই জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও ফেরদৌসকে নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসময়ের চিত্রনায়ক জায়েদ খান।

বর্তমানে জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তাই বিষয়টি নিয়ে আলোচনা একটু বেশিই হচ্ছে।

বিশেষকরে চলচ্চিত্র অঙ্গনে জড়িতরাই জায়েদের এ মন্তব্যের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচনা করছেন।

ইতিমধ্যে মিশা সওদাগর এক রেডিও অনুষ্ঠানে বলেছেন, ‘জায়েদ খান পুরো জীবনে চেষ্টা করলেও চলচ্চিত্রে রিয়াজের অর্জনের সমান যেতে পারবেন না।’

মিশা সওদাগরের এমন মন্তব্যে ক্ষুব্ধ না হয়ে বরং সম্মতি দিয়েছেন জায়েদ খান।

তিনি বলেন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের কথার সঙ্গে আমি একমত। আমি সাধনা করলেও রিয়াজ ভাই বা ফেরদৌস ভাইয়ের সমান তারকা হতে পারব না। এটা সবাই জানে।

তবে তিনি কেন তাদের বিরুদ্ধে এমন নেতিবাচক মন্তব্য করেছেন এমন প্রশ্নে জায়েদ খান নিজেই জানতে চান যে তিনি কী বলেছিলেন।

জায়েদের বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন – শিল্পী সমিতিতে যদি না থাকতেন তাহলে সিনেমায় রিয়াজ- ফেরদৌসের কোনো খবর থাকত না।

এই দুই চিত্রনায়কের বিষয়ে এমন কোনো কথা জায়েদ বলেছেন কি-না প্রশ্নে জায়েদ বলেন, আমি রিয়াজ ও ফেরদৌস ভাইকে নিয়ে এমন মন্তব্য করতেই পারি না। তারা আমার সিনিয়র। তাদের নিয়ে আমার নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই ওঠেনা।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে এনে জায়েদ বলেন, আমি তাদের অনুরোধ করে কমিটিতে এনে শিল্পী সমিতির নির্বাচন করেছি। এছাড়া আর কিছুই নয়।

এসময় বিষয়টি তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করে জায়েদ বলেন, যারা এমন গুজব ছড়াচ্ছেন তাদের আমি প্রমাণ দেয়ার অনুরোধ করছি।

ঢালিউড পাড়ায় গুঞ্জন, মিশা সওদাগর–জায়েদ খান কমিটির ওপর অনেক শিল্পীরাই খুশি নন।

আরএম-০৩/১৯/০২ (বিনোদন ডেস্ক)