গোপনে এলেন ফেরদৌস, মৌসুমী ও ওমর সানী

গোপনে এলেন ফেরদৌস

যে কোনো ছবি মুক্তির আগে, প্রচারণার মাঠে সরব থাকেন অভিনয় শিল্পীরা। কিন্তু দিলশাদুল হক শিমুলের ‘লিডার’ ছবির বেলায় তা দেখা যায়নি। অনেকটা নীরবে গতকাল দেশজুড়ে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী ও ওমর সানী অভিনীত ‘লিডার’ ছবিটি।

নির্মাতা দিলশাদুল হক শিমুল কোনো প্রচারণা ছাড়া কেন ছবিটি মুক্তি দিলেন? জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই জানেন, ছবিটি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত। শুরু থেকে ছবিটি নিয়ে বিভিন্ন রকম ঝামেলা পোহাতে হয়েছে। ২০১৩ সালে আমি ছবির কাজ শুরু করি। আর শেষ করি ২০১৪ সালে। এরপর ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়। নানা কারণে, প্রায় এক বছর আটকে ছিল ছবিটি। এছাড়াও মানুষের নানা কথা শুনতে হয়েছে আমাকে। তাই কোনো রকম আয়োজন ছাড়া ছবিটি মুক্তি দিয়েছি। এখন প্রচার-প্রচারণা করবো।’

তিনি আরও বলেন, ‘এর আগে, গত বছর নভেম্বরে মাত্র দুটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তখন কিছু ঝামেলার কারণে, তা সরিয়ে নেওয়া হয়। এবার দেশের ১৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। সামনে এর সংখ্যা আরও বাড়বে। আমরাও ছবির প্রচারণায় মাঠে নামবো।’

চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী ও ওমর সানীর পাশাপাশি ‘লিডার’ ছবিতে আরও অভিনয় করেছেন নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। জানা গেছে, রাজনৈতিক প্রেক্ষাপট, কাহিনীনির্ভর এই ছবিটি হলভর্তি দর্শক নিয়ে সগৌরবে চলছে।

আরএম-১৯/২৩/০৩ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: দৈনিক আমাদের সময়)