তবে কি সত্যিই এবার বিয়েটা সেরে ফেলছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা? পাত্রীটি আসলে কে? তিনি কি সেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন-ই নাকি অন্য কেউ ? বর্তমানে বিভিন্ন মহলে এখন ঠিক এরকমই প্রশ্ন উঠতে শুরু করেছে ।
কিন্তু কারণটা কি আদৌ জানেন?সম্প্রতি অঙ্কুশের বাগদত্তা ঐন্দ্রিলা সেন ‘দুবাই ডায়রিজ’ নামে একটি ছবি নিজের সোশ্যাল সাইটের অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যে ছবিতে ঐন্দ্রিলার হাতে খুব স্পষ্টভাবেই একটি বড় আংটি দেখা যাচ্ছে।
যে আংটিটি দেখে সুদীপা চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করে বসেন যে, ঐন্দ্রিলার হাতে যে আংটি দেখা যাচ্ছে, সেটা কি ‘এনগেজমেন্ট রিং’ নাকি?
সুদীপা চট্টোপাধ্যায়ের এই প্রশ্নের কিন্তু ঐন্দ্রিলা কোনও সোজাসুজি উত্তর দেননি। উল্টে তিনি পাল্টা উত্তর দেন ‘গেস গেস’। ঐন্দ্রিলা সেনের ওই হেয়ালি উত্তর দেখে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবার কি তাহলে সত্যিই টলিউড অভিনেতা অঙ্কুশকে বিয়ে করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? যদিও অঙ্কুশ বা ঐন্দ্রিলা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরএম-০৫/২৪/০৩ (বিনোদন ডেস্ক)