উষ্ণতা ছড়াচ্ছেন পিয়া

ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে। পরবর্তীতে মডেলিংয়েই গড়েছেন নিজের ক্যারিয়ার। মডেলিং দিয়ে ইতোমধ্যে যারা নিজেদেরকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন তাদের মধ্যে অন্যতম জান্নাতুল ফেরদৌস পিয়া। সেইসাথে নিজেকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনাতেও। বহু দেশে বহু নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন।

২০১৬ সালে প্রথম বাংলাদেশি মডেল হিসেবে অত্যন্ত জনপ্রিয় ও অভিজাত ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদকন্যা হয়েছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনাতেও পেয়েছেন সাফল্য। বিপিএলের সময় মাঠেও দেখা যায় তাকে। নাটকেও কাজ করেছেন। তাকে সিনেমাতেও দেখা গেছে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমানতালে কাজ করে চলেছেন এ লাস্যময়ী। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিসর, প্যারিস থেকে হাঙ্গেরি এমনকি নিউইয়র্কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুবাদে নিজেকে অনেকটা খোলামেলাভাবেই প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চারিদিকে সমালোচনাও হয় অনেক কিন্তু সেদিকে কর্ণপাত করেন না পিয়া।

এই বিষয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া বলেন, আমি একজন মডেল, আমার তো কাজই এটা। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে উপস্থাপন করতে হয়। অনেক সময় খোলামেলা পোশাকে হাজির হতে হয়। এগুলা নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে নানা বাজে মন্তব্য হয়। আর এসব নিয়ে আমি ভাবি না। আমি কোনো সমালোচনাকে পাত্তা দেই না। নিজের কাজটা করে যাই। একজন আন্তর্জাতিক মডেল নিশ্চয় বোরকা পরে ছবি তুলবে না।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সেলফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়াও কাজ করতে চলেছেন নতুন একটি চলচ্চিত্রে। সিনেমার নাম স্বপ্নবাজি। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি।

ইয়ামাহা, ট্রেসেমে, ডিভাইন বিউটি লাউঞ্জসহ বেশ কয়েকটি পণ্য ও প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন পিয়া। সেই সাথে তার আইনজীবী পেশা তো রয়েছেই। অন্যদিকে, ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা-প্রতিষ্ঠান ‘অফিস স্পেস ঢাকা’ নিয়ে। যারা রাজধানীতে অফিস স্পেস পেতে খুব বেশি বিনিয়োগ বা ঝামেলা পোহাতে চান না তাদের সমস্যার সমাধান দেবে তার এই ‘অফিস স্পেস’। ফ্যাশন ওয়ার্ল্ড, ব্যবসা-প্রতিষ্ঠান ও আইনজীবী- সবমিলিয়ে নিজের মত করে ছুটে চলেছেন পিয়া।

২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে খ্যাত ছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। এছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন তিনি।

এসএইচ-১৪/২৭/১৯ (বিনোদন ডেস্ক)