ইন্ডাস্ট্রি ডুবতে বসলেও ঢালিউড কিং শাকিব খানের তরণী বেগবান আগের মতোই। একেকটি নতুন ছবি মানেই তার জনপ্রিয়তা আরেক ধাপ উপরে ওঠা। বাংলাদেশে তিনি তো অপ্রতিদ্বন্দ্বীই, সাথে টালিউডের হিরদেরকে হটিয়ে জায়গা করে নিয়েছেন সেখানকার দর্শকদের মনেও। ২৮ মার্চ বাংলা সিনেমার গর্ব, ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক এই জনপ্রিয় নায়কের ২০ অজানা কথা।
১. প্রথম ছবি
প্রথমে চুক্তিবদ্ধ হোন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবিতে। মুক্তি পাওয়ার সুবাদে শাকিব খানের প্রথম ছবি হিসেবে ধরা হয় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’কে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যবসায়িকভাবে সুবিধা করে উঠতে পারেনি।
২. প্রথম হিট
ক্যারিয়ারে প্রথম হিটের স্বাদ পান দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বিষে ভরা নাগিন’র কারণে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মুনমুন। মুনমুনের সঙ্গেও শাকিব খানের এটাই প্রথম কাজ।
৩ প্রথম যৌথ প্রযোজনা
এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ মুক্তি পায় ২০০৯ সালে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত কোনো ছবিতে অভিনয় এই প্রথম। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি।
৪ গান গাওয়া
২০১১ সালে মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ ছবিতে প্রথম মাইক্রোফোনের পেছনে দাঁড়ান শাকিব খান। ‘আমি চোখ তুলে লাকালে সূর্য লুকায়’ গানটির সুরকার ছিলেন আলী আকরাম শুভ।
৫ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান এনে দেয়।
৬ প্রযোজনা
২০১৪ সালে হুট করেই প্রযোজকের খাতায় শাকিব খানের নাম। এসকে ফিল্মসের ব্যানারে তিনি তৈরি করেন ‘হিরো দ্য সুপারস্টার’। বদিউল আলম খোকন পরিচালনা করেন এই ছবি।
৭ শিল্পী সমিতির সভাপতি
২০১২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন শাকিব খান। জয়লাভও করেন। পরপর দুবার সমিতির নেতৃত্ব দেন। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি নির্বাচন করেননি। একটি প্যানেলকে সমর্থন দিয়ে মাঠ গরম করেছেন।
৮ সবচেয়ে ব্যবসা সফল ছবি
মাসের পর মাস সিনেমা হলে একটানা তার অভিনীত যে ছবি চলেছে তার নাম ‘প্রিয়া আমার প্রিয়া’। শাকিব-সাহারা জুটির ম্যাজিক ফুরোতে সময় লেগেছে অনেক। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। মুক্তি পায় ২০০৮ সালের জুন মাসে।
৯ প্রথম সাহিত্য
শাকিব খানের প্রথম সাহিত্যভিত্তিক কাজ ‘সুভা’। রবীন্দ্রনাথের গল্প থেকে এ ছবি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন পূর্ণিমা।
১০ এখনো অধরা কাজী হায়াৎ
ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব পরিচালকের সঙ্গেই কাজ করেছেন শাকিব খান। বাকি রয়েছেন কেবল কাজী হায়াৎ।
প্রথমে মান্না, পরে কাজী মারুফেই আস্থা রেখেছেন কাজী হায়াৎ। কখনো তাই শাকিব খানকে নিয়ে কাজ করা হয়নি কাজী হায়াতের।
কিছুদিন আগে দুজনের একসঙ্গে কাজের খবর শোনা গিয়েছিল।
১১ আলোচিত বিজ্ঞাপন
২০১৪ সালে একটি এনার্জি ড্রিংক্সের বিজ্ঞাপনে দেশজুড়ে দেখা যায় প্রিয় নায়কের মুখ। সঙ্গে ছিলেন নায়িকা ববি। তবে এর আগেও তিনি বিজ্ঞাপনচিত্র করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে শাবনূরের সঙ্গে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন।
১২ কাফনের কাপড় পরে আন্দোলন
কাফনের কাপর পরে রাজপথে আন্দোলনে নেমে ভীষণ আলোচিত হয়েছিলেন শাকিব খান। শিল্পী সমিতির নির্বাচনের অব্যবহিত পূর্বে ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে তার আন্দোলনে শরিক হয়েছিল চলচ্চিত্রের অন্যান্য সংগঠনও। শীর্ষ নায়কের পাশে দাঁড়িয়েছিলেন অন্য তারকা শিল্পীরাও। ঘটনা ২০১৪ সালের।
১৩ ঘটা করে জন্মদিন
এমন করে কখনো তাকে দেখা যায়নি আয়োজনের আনুষ্ঠানিকতায়। ২০১০ সালের জন্মদিনে তিনি ইন্ডাস্ট্রির প্রায় সবাইকে দাওয়াত করেন। সেই অনুষ্ঠানে বাবা-মাকে নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছিলেন সবাইকে।
১৪ সর্বোচ্চ পারিশ্রমিক
২০০৮ সালে ৩৫ লাখ পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্র শিল্পের ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দেন শাকিব খান। কিছুদিন আগে একটি ছবিতে ৫০ লাখ টাকা নিয়েছেন বলেও শোনা গেছে। এই পরিমাণ অঙ্কের পারিশ্রমিক আজ অবধি কেউ নিতে পারেননি।
১৫ ভারতে প্রবেশ
২০১৬ সালে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ খুলে দেয় তার জন্য এক নতুন দুয়ার। দেশে সব শ্রেণির দর্শককে মুগ্ধ করেই ফুরিয়ে যাননি। এ ছবির সাফল্যে টালিগঞ্জের নির্মাতাদের কাছেও চাহিদা তৈরি করেন শাকিব খান।
শাকিব খান আছেন, থাকবেন, এভাবেই মাতিয়ে যাবেন অভিনয়ে এই শুভ কামনা রইল তার জন্য।
এসএইচ-১৮/২৮/১৯ (বিনোদন ডেস্ক)