অন্তর্বাস ছাড়া ফটোশুটে বাধ্য করা হয়েছিল (ভিডিওসহ)

অন্তর্বাস ছাড়া ফটোশুটে

বলিউডে কঙ্গনা রানাউতের জার্নিটা খুব একটা মসৃন ছিল না। ‘সিট উইথ হিটলিস্ট’ নামে একটি চ্যাট শোতে এসে কঙ্গনা নিজের প্রথম দিকের স্ট্রাগল নিয়ে মুখ খুললেন। সাক্ষাৎকারে তিনি বলেন যে, প্রাক্তন সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নীহালনির একটি সিনেমা ‘আই লাভ ইউ বস’-এর জন্য তাকে অফার করা হয়েছিল।

সেখানে তাকে বলা হয়েছিল কোনওরকম অন্তর্বাস ছাড়াই একটি আলখাল্লা ধরনের পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়াতে।

কঙ্গনা বলেন, ‘‘আমাকে পথ দেখানোর নাম করে এবং গাইড করে দেওয়ার নাম করে প্রায় বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। সেই সময় পহেলাজ নিহালনির কাছ থেকে ‘আই লাভ ইউ বস’-এর অফারটা পাই। কিন্তু তার জন্য ফটোশুটের সময় আমাকে অন্তর্বাস ছাড়া একটি সাটিনের পোশাক পরতে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমার পা অনেকখানি দেখা যাচ্ছিলো।

সিনেমায় বেশ কঠিন নারী চরিত্র ফুটিয়ে তুলতে কঙ্গনার জুড়ি নেই। তিনি বলেন পহেলাজ নিহালনির সিনেমায় তাকে যে চরিত্রটি অফার করা হয়েছিল সেটি ছিল একজন তরুণীর। যাকে তার মধ্যবয়সী বসকে প্ররোচিত করতে হবে। কঙ্গনা কাজটি শুরু করেছিলেন। কিন্তু কাজ চলাকালীন তিনি নিজের ফোন নম্বর পাল্টে দেন।

কঙ্গনা বলেন, ‘‘ওরা অন্তত আমাকে কিছু টেপ জামা ধরনের পরতে দিতে পারতেন। আমার চরিত্রটা এমনই ছিল যা কিছুটা পর্ণ ঘেঁষা চরিত্র। তাই আমার একটা সময় গিয়ে মনে হয় আমি এই কাজটা করতে পারব না। আমার মনে হতে থাকে ঠিক এই ভয়টাই বাবা-মা পেয়েছিলেন। সে কারণেই ফটোশুট হওয়ার পরে আমি পালিয়ে যাই। ফোন নম্বর পাল্টে ফেলি।”

দেখুন কঙ্গনার ইন্টারভিউ এখানে:

কঙ্গনা অজস্র অডিশন দিয়েছেন। শেষ পর্যন্ত ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমা এবং পুরি জগন্নাধের তেলেগু সিনেমা ‘পকিরি’ মহেশ বাবুর বিপরীতে তিনি একসঙ্গে সুযোগ পান। তবে তিনি গ্যাংস্টারকে বেছে নেন।

খ্যাতনামা বাবা মায়ের ছেলে মেয়ে না হয়েও কঙ্গনা নিজের জায়গা তৈরি করে নিয়েছেন বলিউডে। বরং তিনি খ্যাতনামা বাবা-মায়েদের ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে মূল হোতা হিসেবে করণ জোহর কাঠগড়ায় তুলেছেন।

‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’, ‘কৃষ থ্রি’, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ তার অন্যতম কাজ। তাকে এরপরে ‘মেন্টাল হে কেয়া’, ‘পাঙ্গা’ এবং জয়ললিতার বায়োপিকে দেখা যাবে।

আরএম-১০/২৯/০৩ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: এনডিটিভি)