থম ছবিতেই পর্দা কাঁপিয়ে লাইমলাইটের কেন্দ্রে এসেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে লাইমলাইটের ছটা মিলাতে থাকে। ঝুলিতে একের পর এক ফ্লপ ছবি। ভালো প্রজেক্টের অফারও নেই তেমন।
একসময় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এক প্রকার বিদায় নিতে বাধ্যই হয়েছিলেন আমিশা প্যাটেল। গত বছর অবশ্য একটি ছবিতে তার দেখা মেলে, ‘ভাইয়াজি সুপারহিট’, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমা।
এতোদিন বাদে নায়িকা ফের শিরোনামে এলেন, কিন্তু এবার সুপারহিট ছবির জন্য নয়, বিতর্কের জেরে। আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। শুধু আমিশাই নয়, সঙ্গে নাম রয়েছে তার পার্টনার কুণাল গ্রোভারেরও।
প্রযোজক অজয় কুমার সিং অভিযোগ দায়ের করেন, আমিশা পটেল ও কুণাল গ্রোভার তার কাছ থেকে আড়াই কোটি টাকা ধার নিয়েছিলেন তার প্রযোজনা সংস্থার ব্যানারে ‘দেসি ম্যাজিক’ নামে একটি ছবি বানানোর জন্য। ছবির কাস্টিং ছিল, আমিশা নিজে, এষা গুপ্তা, জায়েদ খান, সহিল শ্রফ। ২০১৩ সালে ছবির শুটিং হয় কিন্তু তারপর আজ পর্যন্ত ছবিটির আর কোনো খবরাখবর নেই।
একটি সাক্ষাৎকারে অজয় কুমার জানান, গতবছর মার্চ মাসে যখন আমিশা ও কুণাল একটি ইভেন্টে অংশ নিতে রাঁচি এসেছিলেন তখন আমি তাদের আড়াই কোটি টাকা দিয়েছিলাম। তারা বলেছিলেন, ২০১৮ সালের জুন মাসের মধ্যে ছবিটি মুক্তি পাবে এবং এই খাতে টাকা বিনিয়োগ করলে আমার লাভই হবে।
কিন্তু ছবিটি এখনও পর্যন্ত মুক্তি পায়নি। আমি যখন তাদের টাকার বিষয়ে প্রশ্ন করি, তারা বলেন ২-৩ মাসের মধ্যেই সুদসহ টাকা ফেরত দিয়ে দেবে। ৩ কোটি টাকার একটি চেকও চেন, কিন্তু সেটা বাউন্স করে। সেই বিষয়ে জানাতে তারা বলেন, আমার টাকা আর ফেরত দেবেন না। এখানেই শেষ নয়, আমিশার সঙ্গে কিছু প্রতাপশালী ব্যক্তির ছবি দেখিয়ে তারা আমায় হুমকি পর্যন্ত দেয়।
এসএইচ-১৫/৩০/১৯ (বিনোদন ডেস্ক)