ধ্বংসের মুখে অডিও সিডি-ভিসিডি ব্যবসা

ধ্বংসের মুখে অডিও

সংকট চলছে বাংলাদেশের অডিও সিডি-ভিসিডির মার্কেটে। প্রায় বন্ধের পথে এক সময়ের ক্যাসেট, অডিও সিডি-ভিসিডির প্রযোজনা ও বিক্রয়ের একমাত্র হাব হিসেবে পরিচিত পুরান ঢাকার পাটুয়াটুলীর বিক্রয় কেন্দ্রগুলো।

কিছুদিন আগেও পাটুয়াটুলীর নূরুল হক মার্কেটসহ অন্যান্য মার্কেট অখ্যাত-বিখ্যাত নানা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ হতো বাউল, বিচ্ছেদ, জারি-সারি, পালাগান, ইসলামি গজল, হামদ-নাত, ওয়াজ, কোরআন তেলাওয়াতসহ আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়সব ক্যাসেট। যা আজ হারাবার পথে। (সাউথ এশিয়ান মনিটর)

পুরান ঢাকার পাটুয়াটুলী মার্কেটের দোকানের মালিক বলেন, বিক্রি নেই, ব্যবসা বন্ধ। তার পাল্টা প্রশ্ন ফেসবুক, ইউটিউবের যুগে এসবের কি আর চাহিদা থাকে?

তিনি জানান, ১৯৮৪ সালে জনি এন্টারপ্রাইজের ব্যানারে প্রথম প্রকাশ করেন মালেক সরকারের গাওয়া সুলায়মান পয়গম্বরের জারির ক্যাসেট। এর ধারাবাহিকতায় একে একে প্রকাশ করেন ঐতিহাসিক চরিত্র হানিফ পালোয়ান, সোহরাব-রুস্তুম, মা ফাতেমার শক্তি পরীক্ষাসহ নানা শিরোনামের জারি গানের ক্যাসেট।

‘সুর সঙ্গীত’ প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক স্বপন দাস বলেন, ব্যবসায়ী হিসেবে আমরা বুদ্ধিমান না। ক্যাসেট বের করা নিয়ে ব্যস্ততার মধ্যেই বাজার দখল করে নিল অডিও সিডি-ভিসিডি। ওই সময় আর্থিকভাবে বড় একটা ধরা খেয়েছি। পরে আবার যখন সিডি-ভিসিডি নিয়ে ব্যস্ত হলাম ততোদিনে ফেসবুক, ইউটিউবের যুগ চলে এসেছে। আবার আর্থিক ক্ষতি।

তবে এবার ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানালেন স্বপন দাস। তিনি বলেন, ইউটিউবে ‘সুরসঙ্গীত’ নামে একটি চ্যানেল খুলেছি। পুরোনো আইটেমগুলো ওখানে ছাড়া হয়েছে। নতুনগুলোও ছাড়া হচ্ছে। তাতে খরচ কিছুটা উঠে আসা শুরু হয়েছে।

এমআইবি’র সেক্রেটারি জেনারেল এবং সেন্ট্রাল মিউজিক এন্ড ভিডিওর (সিএমভি) কর্ণধার শাহেদ আলী পাপ্পু বলেন, অডিও সিডি-ভিসিডি’র দোকানকেন্দ্রিক ব্যবসা বন্ধ। ব্যবসাটা এখন করপোরেট পর্যায়ে চলে গেছে। মোবাইল ফোন কোম্পানিগুলো আমাদের কাছ থেকে কনটেন্ট নেয়। এছাড়া ফেসবুক গ্রুপ আছে, ইউটিউবে চ্যানেল আছে।

আরএম-১৯/৩১/০৩ (বিনোদন ডেস্ক)