ভারত থেকে সম্মাননা পেতে যাচ্ছেন পপি

ভারত থেকে সম্মাননা

এবারই প্রথম ভারত থেকে সম্মাননা পেতে যাচ্ছেন চিত্রনায়িকা পপি। ভারতের কলকাতার প্রগতী নামের একটি প্রতিষ্ঠান রবিবার সন্ধ্যায় পপির হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেয় বলে নিশ্চিত করেছেন পপি।

আর এই সম্মাননা গ্রহণ করতে ওইদিন দুপুর ১২টার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে উড়াল দেন পপি।

কলকাতার গ্যালারি গোল্ড অডিটোরিয়ামে এই সম্মাননা পপির হাতে তুলে দেয়া হয়। সেখানে পপির সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার কবির বকুল ও নন্দিত উপস্থাপক আনজাম মাসুদও একই সম্মাননায় ভূষিত হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য।

পপি বলেন, এবারই প্রথম ভারত থেকে কোনো সম্মাননা পেলাম। এটা আমার জন্য অনেক আনন্দের এবং ভালোলাগার। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রগতী’র সাথে সংশ্লিষ্ট সবাইকে। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে দেশে ফিরতে পারি।

এদিকে পপি জানান, আগামী ৫ এপ্রিল তিনি দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি পরেরদিন সিলেট যাবেন হযরত শাহজালাল (র:)’র মাজার জিয়ারত করতে।

অপরদিকে এরইমধ্যে পপি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন আমিন খান। পপি এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘কারাগার’, ‘মেঘলা আকাশ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

এদিকে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজও চলছে। এতে পপি পার্বতী চরিত্রে অভিনয় করছেন। শিগগিরই তিনি শোভার নির্দেশনায় ‘সেইভ লাইফ’ সিনেমার কাজ শুরু করবেন।

আরএম-০৫/০২/০৪ (বিনোদন ডেস্ক)