জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা। গত ২৪ ফেব্রুয়ারি, রোববার বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর থেকে আলোচনায় রয়েছেন এই চিত্রনায়িকা। ঘটনার পর গণমাধ্যমে আলোচনায় আসলে তাকে নিয়ে বেশকিছু সংবাদ প্রকাশ করা হয়।
এমনকি মোম্বাইয়ে থাকা অবস্থায় গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। সেখান থেকে বেশকিছু তথ্যও দেন তিনি।
এপ্রিলে দেশে ফেরার কথা ছিলো তার। কবে নাগাদ দেশে ফিরবেন সিমলা তা জানার জন্য যোগাযোগ করা হলে সিমলা জানান, ‘এখানে বিলাস বহুল জীবনযাপন করছি না। চার মাস ধরে মুম্বাইয়ে মীরা রোডের একটি ভাড়া বাড়িতে আছি। সাধারণ ও সাদামাটা জীবনযাপন করছি।’
‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি যদি না খেয়ে থাকি, তাহলে আমাকে কেউ খাবার দিবে না। বাংলাদেশ থেকে কী আমার খাবার দিয়ে যাবে? কে কী বলল তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। তবে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। সিমলা অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে।’
তবে সিমলা জানিয়েছেন, ভাগ্য সহায়ক হলে বলিউডের সিনেমায় কাজ করতে চাই নিয়মিত। আমার এটাই স্বপ্ন। এখন এখানে কাজ করার জন্য নিজেকে ব্যস্ত রাখছি। আমি মনে করি আমার এখনও রন বলিউডের নায়িকা হওয়ার যোগ্যতা আছে।
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সিমলার সঙ্গে পলাশ ওরফে মাহি বি জাহানের পরিচয় হয় নাইর সিনেমার সেটে।
এরপর ২০১৮ সালের মার্চ মাসের ৬ তারিখে তাকে বিয়ে করেন তিনি। দীর্ঘ নয় মাস সংসার করার পর তাদের সিমলা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
বর্তমানে সিমলা বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির কাজ শেষ করে সম্পাদনার টেবিলে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। ক’দিন পরেই ছবিটি মুক্তি পাবে।
আরএম-২৩/০২/০৪ (বিনোদন ডেস্ক)