আলিয়া-বরুণ-আদিত্যর ত্রিভুজ প্রেমের আগুন ‘কলঙ্ক’

আলিয়া-বরুণ-আদিত্যর

প্রেম হয় যুগলের। কিন্তু মাঝে অন্য কেউ ঢুকে গেলে কী সেখানে তখনো সুখ থাকে? নাকি সুখের ঘরে অনল স্রোত বয়ে যায়?

আর তখন কেউ রাগের মাথায় একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললে তখন তা প্রতিটি জীবনই তছনছ করে দিতে পারে। সেকথাই স্বীকার করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

বিবাহিত নারীরা যখন স্বামী, ঘর সংসারের বাইরে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে নিতে যান, তখন সমাজ একে প্রেমের বদলে পরকীয়া হিসাবেই দেখে।

আর ভারতের সমাজ সেই পরকীয়াকে ‘কলঙ্ক’ বলেই আঙুল তোলে। আলিয়া ভাটের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছে।

তবে না, রিয়েল লাইফ নয় ঘটেছে রিল লাইফে। আগামী ছবি ‘কলঙ্ক’ তে আলিয়া পেয়েছেন বিয়ের আগেই পরকীয়াসহ ত্রিভুজ প্রেমের এই তিক্ত স্বাদ।

বুধবার প্রকাশ পেয়েছে ‘কলঙ্ক’ ছবির ট্রেইলার। সেখানেই স্পষ্ট দেখা গেছে এ ত্রিভুজ প্রেমের আগুন। পাশাপাশি আলিয়া-বরুণ হিন্দু-মুসলিম প্রেম সেই আগুন আরও কিছুটা উস্কে দিয়েছে।

‘কলঙ্ক’য় আলিয়ার চরিত্রের নাম রূপ। আর তার স্বামী দেবের ভূমিকায় দেখা গেছে আদিত্য রায় কাপুরকে। প্রেমিক জাফরের ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান।

এছাড়া, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সোনাক্ষী সিনহা ও মাধুরী দীক্ষিত। ১৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

আরএম-২৯/০৪/০৪ (বিনোদন ডেস্ক)