ক্যারিয়ারে আর মানহীন ছবি করবো না: পরীমনি

ক্যারিয়ারে আর মানহীন

ক্যারিয়ারের শুরুতে সব ধরনের ছবিতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। তবে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ বদলে দিয়েছে তার রুচি।

তাইতো এই নায়িকা জোর গলায় বললেন, ক্যারিয়ারে আর মানহীন ছবি করবো না! এখন থেকে বেছে বেছে ছবিতে অভিনয় করবো। চ্যানেল আই।

সেজন্য গত দেড় বছর কোনো ছবি করিনি।‘স্বপ্নজাল’ এ অভিনয় করে মুগ্ধ পরীমনি। ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে পেয়েছেন সব শ্রেণির দর্শকের প্রশংসা।

যা অতীতে আরো কোনো ছবি করে অর্জন করতে পারেননি তিনি। আর এই কারণে এখন থেকে দেখে দেখে গল্প নির্ভর ও মানসম্মত ছবিতেই দেখা যাবে তাকে।

কোনো ধরনের রাখঢাকের তোয়াক্কা না করে এমন স্পষ্টভাষি পরীমনির দেখা মিললো বুধবার বিকেলে।

হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ‘বিশ্ব সুন্দরী’ ছবির মহরত অনুষ্ঠানে। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবিটি পরিচালনা করছেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবিতে পরীমনির বিপরীতে দেখা যাবে সময়ের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদকে।

আরএম-৩০/০৪/০৪ (বিনোদন ডেস্ক)