২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। দেখতে দেখতে এক যুগ পার হয়েছে। নিপুণ অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’।
এ ছবিটি মুক্তি না পেলেও তার অভিনীত ‘পিতার আসন’ ছবিটি সর্বপ্রথম বড়পর্দায় দর্শকরা দেখেন। এফ আই মানিক পরিচালিত সে ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি খুব ভালো ব্যবসা করে। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেন নিপুণ।
অনেকদিন ধরে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সামলানোর কারণে বর্তমানে শোবিজে অনেক কম কাজ করছেন তিনি।
তবে যে কাজটিতে তিনি হাত দেন তা ঠিকভাবেই করার চেষ্টা করেন। নিপুণ চলতি বছরের শুরুতে দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন বছরে বিজ্ঞাপনের মডেল হিসেবে দুটি কাজ করা হলো। এরমধ্যে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারতে ‘তিব্বত ৫৭০’ সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। এটি নির্দেশনা দিয়েছেন ভারতের সৈনক মিত্র। ভালো হয়েছে কাজটি।
এছাড়া একদিন আগে শিল্প মন্ত্রণালয়ের প্রগতি নামের একটি গাড়ির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এটি নির্দেশনা দিয়েছেন শাওন। এদিকে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করতে আগামীকাল সিলেট যাচ্ছেন তিনি। এর নাম ‘গার্ডেন গেম’।
নিপুণ বলেন, এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। দারুণ এর কাহিনী। এই ওয়েব সিরিজের টিমটাও ভালো। এর কাহিনী লিখেছেন অদিতি মজুমদার। পরিচালনা করছেন তৌহিদ মিটুল। প্রোডাকশনটি ডিজাইন করছেন রেবেকা বিনতি। গানচিল থেকে এই ওয়েব সিরিজের জন্য গান করেছেন তারকাশিল্পী মমতাজ। অপু রোজারিও ক্যামেরায় থাকছেন। গুড কোম্পানীর কনসেপ্টে এর ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে আছেন সরদার সানিয়াত হোসেন। নিপুণ ‘পিতার আসন’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বাবার কসম’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘বড়লোকের জামাই’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মত বউ’, ‘শুভ বিবাহ’, ‘রিটার্ন টিকিট’,‘অবুঝ বউ’, ‘বড়লোকের দশদিন গরিবের একদিন’, ‘বাপ বড় না শশুর বড়’, ‘আত্মদান’, ‘হঠাৎ সেদিন’, ‘ঢাকার কিং’, ‘একাত্তরের মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘কার্তুজ’, ‘অজ্ঞাতনামা’সহ আরো বেশকিছু ছবিতে তিনি অভিনয় করে পান দর্শকপ্রিয়তা। এদিকে প্রথমবার ওয়েব সিরিজে কাজ করার বিষয়ে জানতে চাইলে নিপুণ বলেন, ভালো একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। এখানে আমার চরিত্রের নাম থাকছে ইলোরা। আমার বিপরীতে চিত্রনায়ক রিয়াজ ভাই কাজ করছেন।
এছাড়া পপি, মনির খান শিমুল এর মত শিল্পীরা এখানে কাজ করছেন। আশা করি, এই ওয়েব সিরিজটি দর্শকরা পছন্দ করবেন। বায়োস্কোপের অ্যাপে দর্শকরা এটি খুব শিগগিরই দেখতে পাবেন। নিপুণ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার।
একবার ‘সাজঘর’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে, আবার ২০০৯ সালে ‘চাঁদের মত বউ’ চলচ্চিত্রেও পার্শ্বচরিত্রে অভিনয় করে পুরস্কার জিতেছেন। বড়পর্দার পাশাপাশি মাঝে মাঝে ছোটপর্দায়ও অভিনয় করেন নিপুণ। সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারী টু’, এস এ হক অলীকের ‘একটুস খানি প্রেম’ নাটকে অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনি।
নিপুণের কাছে আবারো প্রশ্ন, দর্শক আবার আপনাকে কবে বড়পর্দায় পাবেন? জবাবে নিপুণ বলেন, আমি একজন অভিনয়শিল্পী। একজন শিল্পীর ভালো কাজ করার ক্ষুধা সবসময়ের। আমি ভালো চিত্রনাট্য পেলে সামনে আবার কাজ করব। কাজ তো করতেই চাই। তবে সেজন্য ভালো গল্পটা এখন খুবই জরুরী। ভালো গল্প যত আমরা দর্শকদের উপহার দিতে পারব তত বেশি দর্শক সিনেমা হলে ছবি দেখার জন্য ভিড় জমাবে।
আরএম-০৯/০৫/০৪ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: মানবজমিন)