মদ খেয়ে পুলিশ কর্মকর্তাকে মারধর ও গাড়ি ভাংচুর অভিনেত্রীর (ভিডিও)

মদ খেয়ে পুলিশ

মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা এবং পরবর্তীতে পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে রুহি শৈলেশকুমার সিং নামের এক টিভি অভিনেত্রীর বিরুদ্ধে।

গত সোমবার ভোর রাতে মুম্বাইয়ের সান্টাক্রুজে এ ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় কেউ একজন পোস্ট করতে ভাইরাল হয়ে যায়।

ভিডিও ফুটেজ দেখার পর রাতেই রুহির বিরুদ্ধে সান্টাক্রুজ থানায় মামলা করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে খবর, তীব্র গতিতে যাওয়ার সময় চারটি দুই চাকার যান এবং তিনটি গাড়িতে সজোরে ধাক্কা মারে রুহির গাড়ি। ৭টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরপর পালাতে গেলে বান্দ্রার লিঙ্কিং রোডে তার গাড়ি আটকান কর্তব্যরত এক পুলিশ অফিসার।

রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়ি আটকানোর প্রতিবাদে ওই অফিসারকে রীতিমতো মারধর করছেন রুহি এবং তার দুই সঙ্গী।

এমনকি সেখানে জড়ো হওয়া পথচলতি মানুষদের সঙ্গেও ঝগড়া হয় তাদের। সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখার পরই রুহির বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।

https://youtu.be/ksupG4Urfug

আরএম-০৭/০৬/০৪ (বিনোদন ডেস্ক)