কেরালার কন্যা প্রিয়া প্রকাশ ভারিয়ার তার মালায়লম সিনেমা ‘ওরু আদার লাভ’ দিয়ে অভিনয়জগতে অভিষেক করেছেন। গত বছর এই সিনেমার একটি গানের ক্লিপের মাধ্যমে ভাইরাল হন এই নায়িকা।
অভিনয়ের পাশাপাশি নাচ ও গানের জগতেও দারুণ দখল রয়েছে ‘উইঙ্ক গার্ল’ নামে খ্যাত প্রিয়ার। আর তাই এবার রণবীর কাপুরের একটি গান গেয়ে আবারও শিরোনাম সৃষ্টি করলেন তিনি।
আলিয়া ভাটের বর্তমান প্রেমিক রণবীর কাপুরের অন্ধ ভক্ত প্রিয়া। রণবীর অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার ‘চান্না মেরিয়া’ গান গেয়ে তিনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
আর তা ভাইরাল হতে মোটেও বেশি সময় লাগল না। প্রিয়ার চোখের ইশারার মতো গানেরও ভক্ত হয়ে পড়েছেন সবাই। তার গলা নাকি মধুর মতো মিষ্টি। একবার শুনে মোটেই সাধ মিটছে না ভক্তদের।
চোখের চাহনিতে হৃদয় হরণ করা জনপ্রিয় দক্ষিণী কন্যা প্রিয়া প্রকাশ ভারিয়া অবশ্য যা করেন তা-ই ভাইরাল হয়। এ ছাড়াও গুগল বলছে, তিনি গুগলের সবচেয়ে বেশি খোঁজা তারকাদের মধ্যে অন্যতম।
পাশাপাশি অনেক দিন ধরেই ইনস্টাগ্রামে তিনি নিজের আকর্ষণীয় ছবি শেয়ার করেন। আর তারপর থেকেই বেড়েছে তার ভক্ত সংখ্যা। কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। যদিও প্রিয়ার প্রথম সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি বক্স অফিসে।
আরএম-১৭/০৬/০৪ (বিনোদন ডেস্ক)