কোন জোকসে বিপাকে কমেডিয়ান

মহিলাদের শরীরের প্রতি পুরুষদের আকর্ষণ চিরন্তন। এই নিয়ে কোনো কিছু কোনোদিনই বলা শেষ হবে না। তবে অনেকক্ষেত্রেই নারী শরীর নিয়ে বিভিন্ন কুশ্রী মন্তব্যও করা হয়, বিভিন্ন জোকসেও নারী শরীরকে উপজীব্য করা হয়।

এরকম থেকে সাধারণ মহিলারা যেমন নিস্তার পান না তেমনিই অভিনেত্রী, মডেলরদেরও রেহাই মেলে না।

এরকমই বলিউড অভিনেত্রী আয়েষা টাকিয়ার স্তন নিয়ে জোকস বলে ঘোর বিপাকে এক স্ট্যান্ডআপ কমেডিয়ান।

মেডিয়ান বরুণ গ্রোভার নিজের কোনো একটি জোকসের উদাহরণ হিসেবে বলেন ঠিক যেন আয়েষা টাকিয়ার স্তন।

এরপরেই সেই ভিডিও ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় তীব্র সমালোচনার ঝড়।

এসএইচ-২৬/২৬/১৯ (বিনোদন ডেস্ক)