ব্যস্ত রাস্তায় সাইকেল চালাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করছিলেন এক সাংবাদিক। আচমকাই সামনে এসে তার মোবাইল ফোনটি সালমান কেড়ে নেন বলে অভিযোগ।
এই বিষয়ে মুম্বাইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।
বুধবার তার আগামী ছবি ‘ভারত’র প্রমোশনের অঙ্গ হিসেবে মুম্বাইয়ের লিংকিং রোডে সাইকেল চালাচ্ছিলেন সালমান খান। সঙ্গে ছিল তার দুই বডিগার্ড।
ওই স্থানীয় সাংবাদিক জানিয়েছে যে এক সহকর্মীর সঙ্গে সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তারা। সালমানকে দেখে তার বডিগার্ডের অনুমতি নিয়েই মোবাইলে ভিডিও রেকর্ড শুরু করেন বলে নিজের অভিযোগে জানিয়েছেন ওই সাংবাদিক।
কিন্তু তাকে ভিডিও শ্যুট করতে দেখে সালমান বডিগার্ডদের ইশারা করেন এবং দুই বডিগার্ড সাংবাদিকের সহকর্মীকে ধাক্কা মারে বলে অভিযোগ। সেই সময় সালমান নিজে এগিয়ে এসে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন বলে দাবি সাংবাদিকের।
নিজের পেশার পরিচয় দিলেও গা করেননি বলিউড সুপারস্টার। একটু পরে অবশ্য ফোনটি ফিরিয়ে দেন তিনি।
এসএইচ-১২/২৭/১৯ (বিনোদন ডেস্ক)