সিএমইচে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
দেশবরেণ্য এই গায়ক গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৪ এপ্রিল রোববার রাত ১১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ওই সময় চিকিৎসকদের বরাত দিয়ে সংগীতশিল্পীর জামাতা ড. রাজেশ সিকদার জানিয়েছিলেন, সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সবকিছুই কৃত্রিম উপায়ে চলছে। তবে চিকিৎসকেরা তার ব্যাপারে আশাবাদী।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেছিলেন, ‘অবস্থা ভালো না। সুবীর নন্দী দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন। তার হার্টে বাইপাস অপারেশন হয়েছে। কিডনির সমস্যা আছে। নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। হাসপাতালে আনার পর তার মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল।’
প্রসঙ্গত, প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছেন ও ডায়ালাইসিস নিচ্ছেন।
এসএইচ-১৭/২৮/১৯ (বিনোদন ডেস্ক)