রিয়া সেন মানেই চমক। হোক সেটা অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিনে। গ্ল্যামারের দিক থেকে রিয়া যেমন অতুলনীয়, তেমনি মেকআপ নিয়ে এক্সপেরিমেন্টের কথা বললেও আসবে রিয়ার নাম।
সম্প্রতি নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে রিয়া সেন অভিনীত ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার। মজাদার গল্প তো বটেই! তার সঙ্গে উদ্দাম যৌনতার দৃশ্যে ভরপুর।
ছোট পোশাক, অন্তরঙ্গ দৃশ্য, হট-অন্তর্বাসে যৌন হাতছানি, অনর্গল সেক্স, বেডরুম সিনে মাখামাখি ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার। সংলাপে টানটান উত্তেজনা। দুই জুটির প্রেম ও যৌনজীবন নিয়ে তৈরি হয়েছে ‘মিসম্যাচ-২’।
এখানে রিয়া সেন অভিনয় করেছেন অন্যতম ভূমিকায়। তাকে অন্তর্বাস থেকে শুরু করে দেখা যাবে উদ্দাম যৌন দৃশ্যেও। আর এর ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় শুরু হয়েছে।
অনেকে এর সমালোচনাও করছেন। রিয়া সেন এর আগেও খোলামেলা রুপে ক্যামেরার সামনে এসেছেন। তবে ‘মিসম্যাচ-২’ এ অন্যরকম এক রিয়াকেই দেখা যাবে। এমন যৌন দৃশ্যে তাকে আগে আর দেখা যায়নি।
এসএইচ-০৭/২৯/১৯ (বিনোদন ডেস্ক)