র‌্যাচেলের জীবন সিঙ্গেল

মডেল। এটাই তার প্রাথমিক পরিচয়। পাশাপাশি অভিনয় দিয়েও দর্শকদের মন কেড়েছেন তিনি। অর্থাৎ র‌্যাচেল হোয়াইট। সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘মিসম্যাচ ২’ নিয়ে এবার ওয়েব অডিয়েন্সের সামনে আসতে চলেছেন তিনি।

র‌্যাচেল বলেন, এই ওয়েব সিরিজে আমার চরিত্র ডমিনেটিং, কর্পোরেট উওম্যানের। যে সকলের ওপর বসিং করতে ভালোবাসে। বাড়িতে বরকেও ডমিনেট করে। বাধ্য হয়ে সে বেচারি বলে আমি তোমার এমপ্লয়ি নই, হাজব্যান্ড।

২০১৮ সালের সেপ্টেম্বরে ‘হইচই’ প্ল্যাটফর্মে ‘মিসম্যাচ’র স্ট্রিমিং হয়েছিল। র‌্যাচেলের সঙ্গে রাজদীপ গুপ্ত, মৈনাক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা প্রথম সিজনে অভিনয় করেছিলেন। এবার টিমে নতুন যোগ দিয়েছেন রিয়া য়েন।

সে প্রসঙ্গে র‌্যাচেল বলেন, রিয়ার সঙ্গে আমার প্রথম কাজ। ভালো লেগেছে। আমরা মজা করে কাজ করেছি।

এই দুই জুটির গল্পই ফ্রেমবন্দি হবে এই ওয়েব সিরিজে। যেখানে কেউ অফিসে কঠিন পরিশ্রম করেন। বাড়িতে গিয়ে বরের ওপরও বসের মত আচরণ করতে থাকেন। কারও আবার সেক্সুয়াল ফ্যান্টাসি বউকে নাজেহাল করে তোলে।

কিন্তু র‌্যাচেলের জীবনে মিসম্যাচ ঠিক কী? হাসতে হাসতে উত্তর দিলেন, কোনও মিসম্যাচ নেই। আমি সিঙ্গেল। আর এখন ফোকাস শুধুমাত্র কাজে।

এসএইচ-১৯/২৯/১৯ (বিনোদন ডেস্ক)