সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পপ সংগীত শিল্পী মিলা ইসলাম তার সংসার ভাঙার জন্য দায়ী করেন অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নেহরীনকে। নওশীনের অনৈতিক সম্পর্ক আছে এবং তার সংসার ভাঙ্গার জন্য নওশীন দায়ী এমনটায় দাবি করেন মিলা। এমন খবর প্রকাশ হওয়ার পর গণমাধ্যমে সব অভিযোগ অস্বীকার করেন নওশীন। পাল্পাপাল্টি অভিযোগের পর নওশীনের অনৈতিক সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন নওশীনের স্বামী হিল্লোলের সাবেক স্ত্রী এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি।
তিন্নি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আজ মিলার সংসারের নওশীন যেটা করলো ঠিক সেটাই আমার সংসার ভাঙার সময় করেছে। সে হিল্লোলকে সাপোর্ট দিতে গিয়ে আমার সংসার ভেঙে দেয়। পরে সে বিয়ে করে হিল্লোলকে। এখন সে মিলার স্বামী সানজারিকে একপ্রকার সাপোর্ট দিচ্ছে। বলতে গেলে তার এই অনৈতিক সম্পর্ক আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। কী হতে পারে বলা যায় না! আসলে নওশীন নিজেই একটা ‘ক্যারেক্টার’।
নওশীনের কারণে আমার সন্তান থাকা অবস্থায় আমাদের আলাদা হতে হয়েছে। শুধুমাত্র নওশীনের কারণে মেয়ে নিয়ে আমাকে আলাদাভাবে থাকতে হয়েছে। আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি বলে জানান তিন্নি।
নিজের দ্বিতীয় সংসারে ভালো নেই জানিয়ে তিন্নি বলেন, মিলার মত আমিও দ্বিতীয় সংসারে ভালো নেই। এজন্য কষ্টটা আরো বেশি ফিল করেছি। দ্বিতীয় সংসারেও আমার একটা মেয়ে আছে, অবশ্য সে আমার সাথে থাকে না।
২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে বিয়ে করেন তিন্নি। তাঁদের আরিশা নামের একটি মেয়ে রয়েছে। এটা তিন্নির দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০০৬ সালের ২৮ ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিন্নি। তাঁদের ওয়ারিশা নামের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ হয় তিন্নির।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ মে বিয়ে করেছিলেন মিলা ইসলাম ও পারভেজ সানজারি। তার স্বামী সানজারি পেশায় বৈমানিক। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত আছেন।
https://youtu.be/_fxIeAilCgI
এসএইচ-২৩/২৯/১৯ (বিনোদন ডেস্ক)