সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি ধরা পড়ায় যাত্রা বাতিল হওয়ার পর আরেকটি বিমানে করে সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। সঙ্গীতশিল্পী রফিকুল আলম তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সোমবার রাত ১১টায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল একুশে পদকজয়ী এ সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি ধরা পড়ায় যাত্রা বাতিল হলে তাকে আবার রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে আসা হয়।
সঙ্গীতশিল্পী রফিকুল আলম নিজের ফেসবুকে লিখেছেন, ‘সুবীর নন্দীকে যে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুরে নেওয়ার জন্য এসছিল তা গত রাতে উড়তে পারেনি। যান্ত্রিক বিপর্যয়।
আবার তাকে সি এম এইচ এ নিয়ে ভেন্টিলেশনে রাখা হয়। আজ মঙ্গলবার সকালে আরেকটি বিমান এসে ১০টা ৪০ এ সুবীরকে নিয়ে উড়েছে।’
এসএইচ-০৩/৩০/১৯ (বিনোদন ডেস্ক)