টাইগার শ্রফ কলেজে যাননি

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার পরবর্তী সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এতে একজন কলেজ পড়ুয়ার ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিন্তু বাস্তব জীবনে কখনো কলেজে যাননি এ অভিনেতা।

জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন টাইগার শ্রফ। অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা তার কাছে বাস্তবে ও পর্দায় কলেজ জীবনের পার্থক্য জানতে চান। টাইগার জানান, তিনি জানেন না, কারণ তিনি কখনো কলেজে যাননি। স্কুল শেষ করে তিনি হিরোপান্তি সিনেমায় চুক্তিবদ্ধ হন। শুটিং সেটই এখন তার কলেজ।

স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমায় টাইগারকে কাবাডি খেলতেও দেখা যাবে। এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন এ অভিনেতা। সবকিছু ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার সিক্যুয়েল এটি। প্রথম সিনেমাটিতে অভিনয় করেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাদের।

স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমায় অভিনয় করছেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে। এ সিনেমার মাধ্যমে চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে রুপালি জগতে পা রাখছেন। এর মাধ্যমে তারা সুতারিয়ারও বলিউডে অভিষেক হচ্ছে।

এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন করন জোহর। তবে দ্বিতীয়টি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আগামী ১০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এসএইচ-১৪/৩০/১৯ (বিনোদন ডেস্ক)