এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্টে

দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্টে। এর আগে বরেণ্য এ অভিনেতার শরীরে অস্ত্রোপচার হয়। তখন তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে এ অভিনেতাকে।

গণমাধ্যমকে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম জানান, এটিএম শাসুজ্জামানের শ্বাস নিতে কষ্ট হওয়ায় গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর আজ তিনটার দিকে ডাক্তাররা তাদের জানান এ টিএম শাসুজ্জামানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা বেশি ভালো না।

শুক্রবার দিবাগত রাতে শরীরে অস্ত্রোপচার করতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

এসএইচ-০৪/০১/১৯ (বিনোদন ডেস্ক)