হঠাৎ পুলিশের পোশাকে রানি!

হঠাৎ পুলিশের পোশাকে পরে ধরা দিলেন বলিউড তারকা রানি মুখার্জি। অনেকের মনেই উঠেছে নানা প্রশ্ন। তবে রানির এবেশ আসলে শিবানী শিবাজী রায়ের বেশ, সৌজন্য মর্দানি-২।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মর্দানি বক্স অফিসে সফল। সেই ছবির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। ২০১৪ সালের মর্দানিতে সিনিয়ার পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজী রায়ের ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন রানি।

নারী পাচারকারীদের ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লী থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা গিয়েছিল শিবানীরূপী রানিকে। এবার মর্দানির সিক্যুয়ালেও রানিকে সেই পুলিশ কর্মকর্তার ভূমিকাতেই দেখা যাবে বলে খবর। আর সে কারণে সাধারণ পোশাক ছেড়ে পুলিশেরর পোশাকে ধরা দিলেন রানি। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে রানির এই লুক প্রকাশ্যে আনা হয়েছে।

তবে এবার আর প্রদীপ সরকার নন, মর্দানি-২’র পরিচালনা করছেন পরিচালক গোপী পুথরন। জানা যাচ্ছে, এবছরই মুক্তি পাচ্ছে ছবিটি।
যশ রাজের পক্ষ থেকে রানির এই চরিত্রটি সম্পর্কে বলা হয়েছে, ”শিবানী চরিত্রটি একটি ঠাণ্ডা মাথার চরিত্র। তার কাছে অন্যায়ের কোনও ক্ষমা নেই।”

উল্লেখ্য, মা হওয়ার পর ‘হিচকি’র মাধ্য আবারও অভিনয়ে ফিরে সকলকে মুগ্ধ করেছেন রানি। মাত্র ২০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই ছবি শুধুমাত্র রানির কাঁধে ভর করেই ২৩৯.৭৯ কোটি টাকার ব্যবসা করে।

সএইচ-০৫/০১/১৯ (বিনোদন ডেস্ক)