ঈদে ‘ বায়োগ্রাফি অব শাকিব খান’

আসন্ন ঈদুল ফিতরে আসছে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বায়োগ্রাফি। শাকিব খানকে নিয়ে নির্মিত ‘বায়োগ্রাফি অব শাকিব খান’ নামে এই অনুষ্ঠানে জানা যাবে শাকিব খানের চলচ্চিত্র জীবনের নানা ঘটনা।

অনুষ্ঠানটিতে উপস্থাপনা করতে দেখা যাবে মৌসুমীর। ঈদুল ফিতুরে এটিএন বাংলার দেখা যাবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রিপন নাগ। পরিকল্পনা ও প্রযোজনা করেছেন আফতাব বিন তমিজ।

অনুষ্ঠানটির বিষয়ে রিপন নাগ জানান, এটি একটি বড় আয়োজন। দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী খ্যাত নায়িকা মৌসুমিকে নিয়ে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। এই দুই তারকাদের সঙ্গে যোগাযোগ করে বড় পরিসরেই নির্মাণ করা হবে বায়োগ্রাফি অব শাকিব খান’। তবে এই দুই তারকার সম্মতিতেই নির্মার্ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মাণ কবে থেকে শুরু হবে? জানতে চাইলে তিনি জানান, আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। এ আয়োজনে দর্শকের জন্য বেশ কিছু চমকও থাকবে, যা এখনই বলতে চাচ্ছি না। আশা করছি এটি সবার কাছে ভালো লাগবে।

এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে ‘বায়োগ্রাফি অব শাকিব খান’ এর দৃশ্যধারণ করা হবে। এ আয়োজনে শাকিব ছাড়াও বুবলী, ইমনসহ আরও কয়েকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে গণমাধ্যমে শাকিব খান বলেন, দেখতে দেখতে চলচ্চিত্রে দুদশকের পথচলা। ‘বায়োগ্রাফি অব শাকিব খান’ নাম শুনেই বুঝতে পারছেন কেমন হবে এই আয়োজনটি। এতে আমার অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ থেকে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাসওয়ার্ড’ পর্যন্ত যে জীবন কাটিয়েছি তার কিছুটা তুলে ধরা হবে।

এসএইচ-১৫/০১/১৯ (বিনোদন ডেস্ক)