সোশ্যাল মিডিয়ায় নিজের চুল কাটার ভিডিও পোস্ট করে ভাইরাল বলিউডের বর্তমান সময়ের উঠতি তারকা কিয়ারা আডবানী। মঙ্গলবারের ট্রেন্ডিং তালিকায় আপাতত শিরোনামে এই নায়িকা। ভিডিওতে দেখা যায়, র্যাপ করতে করতে কাঁচি হাতে নিয়ে ঘচঘচ করে নিজের চুল কেটে ফেললেন অভিনেত্রী।
কিন্তু কেন? র্যাপ করতে করতে কিয়ারা জানান তার ব্যস্ত শিডিউল ও জীবনের কথা। সে কারণে নাকি চুলের পর্যাপ্ত যত্ন নিতে পারছেন না তিনি।
ভিডিও শেয়ার করে ক্যাপশনে কিয়ারা নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, ‘চুল কেটে ফেলতেই হতো। অনেকদিন ধরে চুলের যত্ন নিচ্ছি না। তাই কেটে ফেলাই সেরা সমাধান।’
নায়িকার এমন ভিডিও দেখে নেটিজেনরা তার প্রশংসা করেছেন। নায়িকাকে নতুন লুকে দেখার অপেক্ষায় রয়েছেন বলে লিখেছেন তারা। অনেকেই আবার প্রশ্ন করেছেন, আপনি কি সত্যিই চুলগুলো কেটে ফেললেন?
কিয়ারার ওই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যে চার লাখ ভিউ পেয়েছে। তিনি আপাতত ব্যস্ত শাহিদ কাপুরের সঙ্গে ‘কবীর সিং’ ছবির শুটিং নিয়ে। এরপর কারিনা কাপুর, দিবজিৎ দোসাঞ্জ ও অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ’-এর কাজ শুরু করবেন তিনি।
এসএইচ-২৭/০১/১৯ (বিনোদন ডেস্ক)