যে কোনও সময় নিজের শার্ট খুলে দিতে পারেন সালমান খান। কিন্তু জানেন কি যেখানে সেখানে মোটেই জুতা খুলতে রাজি নন তিনি।
কেন জানেন কি? এতদিন কি জানতেন সালমান খানই ইন্ডাস্ট্রির সবচেয়ে লম্বা অভিনেতা? তাহলে ভুল জানতেন।
এই সময় পত্রিকার খবরে বলা হয়, শোনা যাচ্ছে সালমান হাইট সার্জারি করিয়েছেন।
এমনিতে তার হাইট ৫ ফুট ৭ ইঞ্চি। এমনকী লুকোচুরি রয়েছে তার বাইসেপ নিয়েও।
আমির খানের থেকে একটুই লম্বা সালমান খান। তাও ডিজিটাল জুতার সৌজন্যে।
এসএইচ-১৮/০২/১৯ (বিনোদন ডেস্ক)