বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডে দম্পতির মেয়ে অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে অনন্যার। আগামী ১০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
অভিনয়ে নাম লেখানোর আগে শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন অনন্যা পান্ডে। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘‘সিনেমার শুটিং সেটে যা শেখা যায়, তা হয়তো কোনো অ্যাক্টিং স্কুলেও শেখা যায় না।
‘রইস’ সিনেমার সেটে আমার কাজ ছিল শটের আগে অভিনেতাদের ডেকে নিয়ে আসা। শাহরুখ স্যারকে প্রথম সিনেমার সেটে দেখার অভিজ্ঞতা অন্যরকম!’’
২০ বছর বয়সি অনন্যার শারীরিক গড়ন হালকা-পাতলা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে সংবাদমাধ্যমটিতে এ অভিনেত্রী বলেন, ‘আমার পা দুটো খুব রোগা আর লম্বা বলে, অনেকেই আমাকে কঙ্কাল বলেন। আমার বয়স অল্প তাই, এ সব বিষয়ে বেশি মাথা ঘামাই না।’
‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। এছাড়াও অভিনয় করেছেন তারা সুতারিয়া।
এ সিনেমার শুটিং শুরুর আগে ফিটনেস ঠিক করা, অভিনয় ও নাচের ক্লাশে নিয়মিত অংশ নেন অনন্যা। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আশাবাদী এই নবাগত অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা।
এসএইচ-২০/০৩/১৯ (বিনোদন ডেস্ক)