মালাইকাকে কি বললে চড় খাওয়া লাগবে

শাহরুখ খানের সঙ্গে ছাঁইয়া ছাঁইয়া গানের সঙ্গে নেচে ১৯৯৮ সালেই দর্শকের হৃদয় কেড়েছিলেন মালাইকা অরোরা। এরপর মুন্নি বদনাম হুয়ি, অনরকলিতেও তার নাচের তালে মেতেছে সবাই। গানগুলো আইটেম গান হিসেবেই পরিচিত। তবে এই গানকে আইটেম বলতে নারাজ মালাইকা।

কেউ আইটেম বলে ডাকলে তার গালে কষে চড় মারার হুমকী দিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে মালাইকা বলেন, ‘আজ পর্যন্ত আমি যে কয়টা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে করেছি।

যদি কখনও মনে হত, যে আমাকে গানটিতে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। আমি মোটেও বোকা নই। আমার একবারের জন্যও মনে হয়নি গানগুলি শালীনতার সীমা অতিক্রম করেছে।’

এই ধরণের গানে নাচতে কোনো আপত্তি নেই মালাইকার। তবে ‘আইটেম’ শব্দটি নিয়ে তার প্রবল আপত্তি তার। তাই আইটেম বলে ডাকলেই চড় খেতে হবে মালাইকার।

এসএইচ-২৪/০৩/১৯ (বিনোদন ডেস্ক)