বর্তমানে ইনস্টাগ্রামেই বিশ্ব তারকদের নিয়মিত খবরা-খবর পাওয়া যায়। তাই ইনস্টাগ্রামে প্রিয় তারকার অনুসারী হয়ে থাকেন ভক্তরা।
সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে কাদের অনুসারী সবচেয়ে বেশি এমন একটি তালিকা প্রকাশ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এক একজন তারকাকে এক এক বিভাগে সেরা নির্বাচিত করে কয়েক বিভাগে শীর্ষ বলিউড তারকার নাম প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ অনুসারীর তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই তারকার ইনস্টাগ্রামে ৩৯ মিলিয়ন অনুসারী রয়েছে।
এছাড়া ইনস্টাগ্রামের ‘স্টোরি টেলার’ বিভাগের শীর্ষে রয়েছেন দীপিকা পাডুকোন। যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দীপিকা তাঁর বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে ভক্তদের সাথে সম্পৃক্ত থাকেন।
সেরা উদীয়মান তারকার তালিকায় রয়েছে সারা আলী খানের নাম।
এসএইচ-১০/০৪/১৯ (বিনোদন ডেস্ক)