গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা প্রায় চার দশক ধরে প্রতাপের সঙ্গে নিজের ক্যারিয়ার ধরে রেখেছেন। তাকে বলা হয় ‘কুইন অব পপ’। ২০১৮ সালের আগস্টে ৬০ বছর পূর্ণ হয়েছে এই আবেদনময়ী নারীর।
যে বয়সে একজন নারীর শরীরে ভাঙন ধরার কথা। ভাটার টানে আস্তে আস্তে স্তিমিত হয়ে আসার কথা। সেই বয়সে ম্যাডোনা যুদ্ধ ঘোষণা করেছেন বয়সের বিরুদ্ধে!
এই সময়ের টিনেজাররা যেসব পোজ দিতে দ্বিধা করেন, তার চেয়েও খোলামেলা পোশাকে মিউজিক ভিডিওতে বা স্টেজে হাজির হন তিনি। সম্প্রতি ম্যাডোনা কথা বলেছেন ‘বৃটিশ ভৌগ’ ম্যাগাজিনের সঙ্গে।
ম্যাডোনা বলেন, কেউ বলেছেন আমি ভালো গান গাই না। কেউ বলেছেন, আমার মধ্যে যথেষ্ট মেধা নেই। আবার কেউ বলেছেন আমি বিয়েই করিনি। আর এখন আমাকে আক্রমণ করা হচ্ছে অন্য একটি বিষয়ে।
বলা হচ্ছে, আমি যথেষ্ট ইয়াং নই। তাই এসব মানুষ কোনো না কোনোভাবে আমার পেছনে লেগে থাকার চেষ্টা করছেন। তবে আমি এখন বয়স বাড়ার বিরুদ্ধে লড়াই করছি। আমার বয়স ৬০ বছর হয়ে যাওয়ায় একরকম শাস্তি পাচ্ছি।
এসএইচ-০৫/০৫/১৯ (বিনোদন ডেস্ক)