মায়ের সমর্থনে এবার পথে নামলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। শুক্রবার লখনউতে মা পুনম সিনহার সঙ্গে রোড শো করলেন তিনি।
বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ভোটে সমাজবাদী পার্টির তরফে লড়ছেন পুনম। সোনাক্ষীর বাবা শত্রুঘ্ণ সিনহাও কংগ্রেস থেকে ভোটে লড়ছেন পাটনা থেকে।
শুক্রবার ভাই কুশ সিনহাকে সঙ্গে নিয়ে লখনউ শহরের মধ্যে ৬ কিলোমিটার হাঁটলেন সোনাক্ষী।
এই এপ্রিলেই রাজনীতিতে যোগ দিলেন পুনম। রাজনীতির হাতেখড়ি হবে এই লোকসভা নির্বাচনেই।
প্রয়োজনমতো প্রচার থেকে পড়াশুনো সবই করেছেন তিনি। এবার লক্ষ্য ৬ মে। ওই দিনই ভোট লখনউতে।
এসএইচ-১৩/০৫/১৯ (বিনোদন ডেস্ক)