ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল। শুধু ওপার বাংলাতেই নয় মীরাক্কেল বাংলাদেশেও খুব জনপ্রিয়। এই অনুষ্ঠান এত বেশি জনপ্রিয়তার অন্যতম কারণ উপস্থাপক মীর। তার উপস্থিত বুদ্ধি এবং ছন্দময় কথার কারণে এই অনুষ্ঠান বছরের পর বছর তার অবস্থান ধরে রেখেছে। আজ আমাদের আয়োজন মীর এর অজানা সব তথ্য নিয়ে।
১) পুরো নাম মীর আফসার আলী।
২) ভারতের মুর্শিদাবাদে ১৯৭৫ সালের ১৩ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।
৩) তিনি উপস্থাপনা করলেও একাধারে সংবাদপাঠক, অভিনেতা, রেডিও জকি ও গায়ক।
৪) ছোটবেলায় মীরের স্বপ্ন ছিল জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়া।
৫) উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
৬) মীর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য বং কানেকশন’।
৭) প্রিয় রং সাদা/কালো।
৮) প্রতি সিনেমায় ১০ লক্ষ টাকা পান।
এসএইচ-২৬/০৫/১৯ (বিনোদন ডেস্ক)