চতুর্থবারেরমত হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। সোমবার সকালে চতুর্থবারের মতো হার্ট অ্যাটাকের পর তার শারীরিক অবস্থাকে ‘সঙ্কটাপন্ন’ বলছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন সামন্ত লাল সেন।
সামন্ত লাল বলেন, উনার শারীরিক অবস্থা একদম ভালো না। আজকেও হার্ট অ্যাটাক হয়েছে। খুবই খারাপ অবস্থা। ওনার অরগান ফেইল করছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে শুক্রবার আশার খবর শোনা গেলেও শনিবার সকালে আবার নতুন করে সুবীর নন্দী হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে জানান তার মেয়ে ফাল্গুনী নন্দী।
ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সুবীর নন্দীর রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকরা।
এসএইচ-১৪/০৬/১৯ (বিনোদন ডেস্ক)