সুবীর নন্দীর মরদেহ দেশে আনা হবে বুধবার

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ  বুধবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। সকাল ৬টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। বেলা ১১টায় নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

পরে নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সুবীর নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।

মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দী মারা যান।

গত ৩০ এপ্রিল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবীর নন্দীকে সেখানে নেওয়া হয়।

সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এসএইচ-১২/০৬/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর)