লালগালিচায় প্রিয়াঙ্কার সাজ নিয়ে বিদ্রুপ

বিশ্বের জাঁকজমকপূর্ণ লালগালিচায় মেট গালা ২০১৯ এ হাজির হয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

অস্কারসহ নানা চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাজির হয়ে ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি।

কিন্তু এবার উদ্ভট পোশাক ও মেকআপ ব্যবহার করায় তাকে নিয়ে হাস্যরস করছেন অনেকে।

মেট গালা ২০১৯ এর লালগালিচায় তিনি এসেছিলেন স্বামী ও মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে। গোলাপী-হলুদ-সাদায় মেশানো ডিওরের গাউন পরেছিলেন তিনি। চুলগুলো মাথার উপরে এনে আলুথালু করে রাখা হয়েছিল। মেকআপও ছিল উদ্ভট।

এসএইচ-১৯/০৭/১৯ (বিনোদন ডেস্ক)