অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেমের সম্পর্ক-বিয়ের সিদ্ধান্তের গুঞ্জন নিয়ে বলি মহলে জল ঘোলা কম হয়নি। যদিও এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি তাদের কেউই।
বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অর্জুন ও মালাইকা কায়দা করে এড়িয়ে গেছেন এ সম্পর্কিত প্রশ্ন।
তবে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙতেই হলো অর্জুনকে। মালাইকাকে বিয়ের প্রশ্ন শুনে রেগে গেলেন তিনি। তিনি ক্ষোভ নিয়ে বলেন, আমি এখন বিয়ে করছি না। বিয়ে করলে জানাব। আমি তো এখনও পর্যন্ত কিছু লুকোইনি। তা হলে বিয়ে করলে লুকবো কেন?
অর্জুন আরও বলেন, আমি পাবলিক ফিগার। আমাকে নিয়ে জল্পনা হবে, সেটাও আমার পেশারই অঙ্গ, আমি জানি। মিডিয়ার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, কেউ কেউ প্রশ্ন করেন সম্মান দিয়ে। কেউ আবার এক প্রশ্ন করে বিরক্ত করেন।’’
কিছু দিন আগে প্রকাশ্যেই অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মালাইকা আরোরা। তারপর অর্জুনও কিছুটা সেই পথেই হাঁটলেন। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা, তা হলে কি বিয়ে করবেন না মালাইকা-অর্জুন?
এসএইচ-০৪/০৯/১৯ (বিনোদন ডেস্ক)