নির্মাতা শামীম আহমেদ রনির স্ত্রী ও মডেল ও অভিনেত্রী তমা খান নিজ বাসায় আত্মহত্যা করেছেন। বুধবার রাতে রাজধানীর আদাবরের বাসায় তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস।
বুধবার সন্ধ্যায় বাসায় ফ্যানের সঙ্গে তমাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার দুই বোন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস বলেন, অভিনেত্রী ও চিত্রপরিচালকের স্ত্রী তমা খান নামের একজনের আত্মহত্যার কথা শুনেছি। তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে আমাদের পুলিশিং একটি টিম গিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
কী কারণে তমা আত্মহত্যা করেছেন তা এখনো জানতে পারেনি পুলিশ।
মেন্টাল, বসগিরি, ধ্যাততেরিকি ছবির নির্মাতা শামীম আহমেদ রনিকে ২০১১ সালের ১৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন তমা।
এরপর ২০১৭ সালের অক্টোবরে তাদের দাম্পত্য জীবনের ঝামেলার কথা গণমাধ্যমে প্রকাশ করেন তমা। বর্তমানে তাদের মধ্যে তেমন যোগাযোগও ছিল না। এ কারণে তমা খান তার বোনের বাসায় থাকতেন।
এসএইচ-০৬/০৯/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র: সময় টিভি)