রাখি শরীরে পাকিস্তানি পতাকা মুড়িয়ে বিতর্কের মুখে

বলিউডে সমালোচিত তারকাদের মধ্যে সবার উপরে রাখি সাওয়ান্ত। তিনি প্রতিনিয়তই নতুন নতুন বিতর্কের জন্ম দেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে পোস্ট করা পাকিস্তানি পতাকায় শরীর মুড়িয়ে রাখা ছবিতে নতুন বিতর্ক উসকে দিলো।

ছবিতে দেখা যাচ্ছে, ভারতের চিরশত্রু দেশ পাকিস্তানের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছেন রাখি।

যদিও ছবি প্রকাশের পর একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন কেন পাকিস্তানের পতাকায় শরীর মুড়িয়েছেন। তিনি জানান, একটি ছবির শুটিং করার জন্য পাকিস্তানের পতাকা নিয়ে এভাবে ছবি তুলতে হয়েছে তাকে।

‘ধারা ৩৭০’ নামক সেই ছবিতে এক পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করছেন রাখি। ছবির গল্পে তিনি পাকিস্তানি নারী হলেও ভারতকে ভালোবাসবেন।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ারের সাথে সাথেই তুমুল সমালোচনা মুখে পড়েন রাখি। একদিকে, নিজের দেশ ভারতের ফলোয়াররা সমালোচনা করেছেন কেন পাকিস্তানি পতাকার সঙ্গে এভাবে ছবি তুললেন?

অন্যদিকে, খোলামেলা পোশাকে রাখিকে পাকিস্তানি পতাকা ধরে থাকতে দেখে অনেক পাকিস্তানি নাগরিকও রাখির সমালোচনা করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এসএইচ-০৪/১০/১৯ (বিনোদন ডেস্ক)