সালমানের পরামর্শে নাম বদলেছেন নায়িকা!

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ম্যাশিন’, ‘ভারত আনে নেনু’র মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন কিয়ারা আদভানি। ২০১৪ সালে ‘ফুগলি’ ছবির মাধ্যমে তার অভিনয়ে অভিষেক।

এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিয়ারা। সর্বশেষ তারকাবহুল ছবি ‘কলঙ্ক’এ দেখা গেছে তাকে। সম্প্রতি নায়িকা জানিয়েছেন, যে নামে তিনি এত পরিচিত সেটা তার আসল নামই নয়। তার আসল নাম আলিয়া।

সালমানের পরামর্শ নাম বদল করেছেন তিনি। কিয়ারার দুই বছর আগে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। আলিয়া ভাটের জন্যই আরেক আলিয়া অর্থ্যাৎ কিয়ারা নাম পাল্টে ফেলার পরামর্শ দেন সালমান। কিয়ারা বলেন, আমার আসল নাম আলিয়া।

সালমান আমাকে এই নাম পরিবর্তনের পরামর্শ দেয় আলিয়া ভাটের কারণে। বলিউডে একই নামে দুই অভিনেত্রী থাকতে পারে না। সালমান পরামর্শ দিয়েছিলেন, তবে ‘কিয়ারা’ নামটা আমি নিজেই বেছে নিয়েছি। এখন বাবা-মাও এ নামে ডাকা শুরু করেছে।

২১ জুন মুক্তি পেতে যাওয়া ‘কবীর সিং’ ছবিতে দেখা যাবে কিয়ারাকে। বর্তমানে ‘গুড নিউজ’, ‘কাঞ্চনা রিমেক’ ও ‘শেরশাহ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

এসএইচ-১৭/১০/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র: এনডিটিভি)