সিরিয়াল কিলারের চরিত্রে জয়া

অরিন্দম শীলের পরিচালনায় ‘ত্রৈলোক্য’ নামের ওয়েব সিরিজে কাজ করবেন জয়া আহসান। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। তার চরিত্রটি একজন বাঙালি নারীর যিনি সুন্দরী, বুদ্ধিমতী আবার একইসঙ্গে মূর্তিমান বিভীষিকা। কারণ একের পর এক খুন করে বেড়ান তিনি।

সিরিয়াল কিলারের চরিত্রে জয়াকে চূড়ান্ত করার বিষয়ে অরিন্দম বলেন, আমার প্রথম ছবিতে (আবর্ত) জয়া ছিল। প্রথম ওয়েব সিরিজেও রয়েছে।

চরিত্রটির জন্য একজন অসম্ভব শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল। কারণ চরিত্রটার মধ্যে ৪/৫টি স্তর আছে। তাই জয়া ছাড়া আমাদের আর কারও নাম মাথায় আসেনি।

বাংলা ও হিন্দিতে দুই ভাষায় প্রচারিত হবে এ সিরিজ। দুটি মৌসুম ধরে প্রচারিত হবে এটি। সিরিজে জয়ার প্রেমিক কালীবাবুর চরিত্রে মুম্বাইয়ের কোনো অভিনেতাকে দেখা যেতে পারে। গোয়েন্দার চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।

পরিচালকের বক্তব্য, ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে কোনও শো এতটা গবেষণা করে হয়নি। যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে এই সিরিজ, তাই সময়কালও একই রাখা হচ্ছে। পিরিয়ড লুক নিয়ে আমরা অনেক গবেষণা করছি। ওই সময়ের পালকি, জুড়িগাড়ি সব কিছু তৈরি করা হচ্ছে।

এসএইচ-১৩/১৭/১৯ (বিনোদন ডেস্ক)