মমতাজউদদীন আহমদ চলে গেলেন না ফেরার দেশে

আরও এক নক্ষত্রের পতন। চলে গেলেন বরেণ্য নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মমতাজউদদীন আহমেদ-এর ভাগিনা শাহরিয়ার মাহমুদ প্রিন্স সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

গেল ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

প্রসঙ্গত, অধ্যাপক মমতাজউদদীন আহমদ দেশের একজন ভাষাসৈনিক। তিনি প্রখ্যাত একজন নাট্যকার। তবে একজন নির্দেশক, অভিনেতা ও শিক্ষক হিসেবেও তিনি নন্দিত।

১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এসএইচ-১৪/০২/১৯ (বিনোদন ডেস্ক)