রাজ কাপুরের সঙ্গে প্রেম হলেও নার্গিস বিয়ে করেছিলেন সুনীল দত্তকে

প্রেম করলেও তার সঙ্গেই যে শেষমেশ বিয়ে হবে এমন কোনও নিশ্চয়তা নেই৷ সাধারণ মানুষ কেন বলিউড তারকার ক্ষেত্রেও তা একই রকম ভাবে প্রযোজ্য ৷ রাজ কাপুরের সঙ্গে নার্গিসের দীর্ঘ প্রেম থাকলেও তাঁর বিয়ে হয়েছিল ৷

তবে বলিউডের এই নায়িকার সঙ্গে যোগ ছিল কলকাতার৷ কারণ নার্গিসের জন্ম হয়েছিল কলকাতায় ১৯২৯ সালের পয়লা জুন৷ তাঁর বাবা ছিলেন অবিভক্ত ভারতের রাওয়ালপিণ্ডির ( এখন পাকিস্তানে ) বিত্তবান ব্যবসায়ী আব্দুল রশিদ ৷ অন্যদিকে নার্গিসের মা ছিলেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী জাড্ডানবাঈ | মায়ের হাত ধরে ও মায়ের উৎসাহেই সিনেমায় হাতেখড়ি বালিকা ফতিমা রশিদের ৷ তারপরে অভিনয় শুরু করলে নতুন নাম হয় নার্গিস |

১৯ বছর বয়সে অভিনয়ের সূত্রেই রাজ কাপুরের সঙ্গে আলাপ হয়েছিল নার্গিসের। সদ্য-যুবতী নার্গিস সুপারস্টার রাজের প্রতি আকৃষ্ট হন আলাপের প্রথম পর্বেই। রাজের সঙ্গে মোট ১৬টি ছবিতে অভিনয় করেন নার্গিস। তার মধ্যে ৬টি ছিল রাজ কাপুর ফিল্মসেরই প্রযোজনা। এই অভিনয় করতে করতে রাজের প্রতি নার্গিসের ভালবাসা আরও গাঢ় হয়।

পাগলের মতো রাজকে ভালবেসেছিলেন নার্গিস। এমনকী আর কে ফিল্মের প্রযোজনা ছাড়া আর কোনও ব্যানারে কাজ করাই সাময়িকভাবে বন্ধ করে দেন তিনি। কিন্তু ভালবাসার মানুষের প্রতি নার্গিস যতটা আত্মোৎসর্গিত ছিলেন রাজ ততটা ছিলেন না। পরে এক সময় নার্গিস অনুভব করলেন এই ভালবাসা একমুখী। রাজ কেবল ভালবাসার অভিনয় করে যাবেন কিন্তু বিয়ে করবেন না৷

কারণ রাজ কাপুর কখনই স্ত্রী কৃষ্ণাকে ডিভোর্স দেবেন না ফলে পাঁচ সন্তানের বাবা রাজ কাপুরের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন৷

অবশ্যই রাজের সঙ্গে সম্পর্ক ভাঙলেও নার্গিস তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সেই সময় নার্গিস আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। ওই সময়েই ‘মাদার ইন্ডিয়া’-য় অভিনয় করার সূত্রে নার্গিসের সঙ্গে আলাপ হয়েছিল সুনীল দত্তের। নার্গিসের তুলনায় সুনীল বরং তখন বলিউডে প্রায়-নবাগত, দু’জনের স্টার স্টেটাস-এ তখন বিস্তর ফারাক রয়েছে।

বিতে সুনীল দত্ত নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ তাছাড়া ওই ছবির শুটিংএর সময় সেটে নার্গিসকে বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে বাঁচিয়েছিলেন সুনীল ৷ এই ঘটনার কিছুদিন পরেই ছবির সহ অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস৷ যদিও সেই সময়ে আবার গুজব রটেছিল, বলিউডে নিজের উত্থানের সোপান হিসেবে নার্গিসকে ব্যবহার করছিলেন তখন সুনীল।

এসএইচ-২৫/০২/১৯ (বিনোদন ডেস্ক)