কপিল দেবের স্ত্রীর চরিত্রে দীপিকা

নিজের অভিনীত ও প্রথম প্রযোজিত সিনেমা ‘ছাপাক’ এর শুটিং শেষে লন্ডনে পাড়ি জমিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেখানে ‘৮৩’ নামক সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেট জেতে ভারত। সেই ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘৮৩’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন কবির খান।

সিনেমাটিতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে রণবীর সিং অভিনয় করছেন সে ঘোষণা বহু আগে এলেও, কপিল দেবের স্ত্রী রুমি ভাটিয়ার চরিত্রে কে অভিনয় করবেন তা এতদিন জানা যায়নি।

‘৮৩’ সিনেমা সংশ্লিষ্টরা এবার নিশ্চিত করেছেন যে, কপিল দেবের স্ত্রী রুমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করবেন রণবীর সিংয়ের বাস্তব জীবনের স্ত্রী দীপিকা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হচ্ছেন রণবীর-দীপিকা। এর আগে জুটি হিসেবে তাদের দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ সিনেমায়।

‘৮৩’ সিনেমাটির প্রথম অংশের শুটিং ভারতের ধর্মশালায় সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং লন্ডনে চলছে। সিনেমাটির তত্ত্বাবধান ও প্রশিক্ষণে রয়েছেন স্বয়ং কপিল দেব। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ‘৮৩’ সিনেমাটি ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে।

অন্যদিকে দীপিকা প্রযোজিত প্রথম সিনেমা ‘ছাপাক’ মুক্তি পাবে আগামী বছরের ১০ জানুয়ারি। এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে এ সিনেমায় দীপিকাকে দেখা যাবে।

এসএইচ-১৫/১০/১৯ (বিনোদন ডেস্ক)