পপ ক্যারিয়ারকে সফল করার বিনিময়ে অগণিত পুরুষ ম্যাডোনাকে (৬০) অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।
গার্ডিয়ানকে দেয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ‘পপসঙ্গীতের রানি’ হিসেবে খ্যাত ম্যাডোনা নিজেই এ তথ্য জানিয়েছেন।
হলিউড ও সঙ্গীতশিল্পী যৌন হয়রানি প্রতিবাদে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলনে সরব ছিলেন ম্যাডোনা।
কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও একই আচরণের মুখোমুখি হতে হয়েছে।
সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, কত পুরুষ যে আমাকে ”তুমি যদি আমাকে …. সুবিধা দাও” অথবা: ”তুমি যদি আমার শয্যাসঙ্গীনি হও” এসব কথা বলেছে তার হিসেব দিতে পারবো না। যৌনতা হল বাণিজ্য।
এসএইচ-১১/১৬/১৯ (বিনোদন ডেস্ক, তথ্য সূত্র: মেট্রো)