ধনকুবেরদের বাড়ির অনুষ্ঠানে বলিউড এবং হলিউডের তারকাদের নাচ-গান করে মঞ্চ মাতাতে প্রায়ই দেখা যায়। তেমনই একটি হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে নাচ করতে বৃহস্পতিবারই ভারতের দেহরাদুন উড়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ।
অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আউলিতে। শুধু ক্যাটরিনাই নন, ছিলেন আরও বেশ কয়েকজন বলিউড এবং টিভি তারকাদের।
সেই অনুষ্ঠানেই তার হিট গান ‘শীলা কি জাওয়ানি’র সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেল ক্যাটরিনাকে।
নাচের ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেক্যুইন করা লাল পোশাক এবং হাইবুটসে আরও মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি।
র্যাপার বাদশারও একটি ভিডিও অনলাইনে ঘুরছে। যেখানে তাকে ক্যাটরিনা এবং বর-কনের সঙ্গে স্টেজে দেখা যায় ‘ক্যার গায়ি চুল’ গানটি গাইতে।
এসএইচ-০৯/২২/১৯ (বিনোদন ডেস্ক)